Why Choose TINY DEN?

আপনার শিশুকে TINY DEN – Preschool & Day Care এ দিলে আপনি কি কি উপকার পাবেন?

১. বাচ্চা সামজিকতা শিখবে।
২. মানসিক ও শারীরিক ডেভেলপমেন্ট বৃদ্ধি পাবে।
৩. ছোট থেকে ই নিয়মানুবর্তিতার মধ্যে বড় হবে।
৪. নিজ থেকেই শৃঙ্খলা শিখবে।
৫. রুটিন মাফিক সব কাজ করতে শিখবে।
৬. শেয়ারিং, কেয়ারিং শিখবে।
৭. স্কুলে যখন ভর্তি হবে তখন স্কুলে অন্য বাচ্চা বা পরিবেশের সাথে সহজে এডজাস্ট করতে সমস্যা হবেনা।
৮. স্পিচ ডিলে থাকলে, সহজেই সেটা ঠিক হয়ে যাবে।
৯. মোবাইল থেকে দূরে থাকবে।
১০. বাচ্চা রেসপন্স কম করলে ডে-কেয়ার এ আসলে তাও ঠিক হয়ে যায়।
১১. আমাদের এখানে বাচ্চাদেরকে ৫০+ motor skil development activities আছে যার মাধ্যমে বাচ্চাদের brain development 🧠এ সহযোগিতা হয় এবং বাচ্চারা মনের ভাব প্রকাশ করতে পারে।
১২. আমাদের নিজস্ব play zone থাকায় বাচ্চারা Tiny Den এ আসতে খুব আগ্রহী থাকে।

TINY DEN এ এই সুযোগ সুবিধা গুলো আপনে পাবেন। কারণ বর্তমানে বাচ্চাদের খেলার জায়গা নাই।
বাসায় থাকতে থাকতে বাচ্চাদের মধ্যে অনেক সমস্যা দেখা যায়। বাচ্চারা আরো ৭/৮ জনের সাথে খেলার সুযোগ পেলে বাচ্চারা এভাবে ই ঠিক হয়ে যায়।

যারা মিরপুর ডিওএইচএস/ সাগুফতা/ মিরপুর ১২ এর আশে পাশে থাকেন তারা Tiny দেন এর day care এ দিতে পারেন।

আমাদের Daycare এ ৩ ধরণের সার্ভিস আছে:

আমাদের TINY DEN - Preschool এর ৩টি shift এর সময়:

Scroll to Top