Tiny Den — বাচ্চাদের জন্য একটি নিরাপদ, আনন্দময় এবং বিকাশমূলক পৃথিবী

বাচ্চাকে ডে-কেয়ার এ দিতে অনেক অভিভাবক ভয় পান। মনে করেন বাচ্চার অযত্ন হবে, কান্না করবে, মা ছাড়া থাকতে পারবে না, কস্ট পাবে।
এটা ভাবা স্বাভাবিক।

বাচ্চারা ১/২ দিন কান্না করবে। একসময় নিজেকে মানায়া নিবে। ওরা কাঁদা মাটির মত, যেভাবে গড়বেন সেভাবেই তৈরী হবে।

ঢাকা শহরে বাসায় একা থাকতে থাকতে বাচ্চাদের মানসিক আর শারীরিক বিকাশে ব্যঘাত ঘটে।
পরবর্তীতে যখন স্কুলে যাওয়ার সময় হয় তখন বাচ্চা নিজেকে মানিয়ে নিতে বেশি কস্ট পায়।

তার মধ্যে বাসায় থাকতে থাকতে স্ক্রিন হ্যাবিট, মোবাইল এডিকশনের কারণে স্পিচ ডিলে, সামাজিকতার অভাব, অতিরিক্ত জেদ এগুলো বেশি দেখা যায়।

ডে-কেয়ার এ দিলে সে ছোট থেকেই একটা রুটিনে বড় হবে, অনেক বেবির সাথে মেশার সুযোগ হবে। এতে করে তার মোবাইল এডিকশন ও কমে যাবে।

নিজেকে প্রকাশ করার সুযোগ পাবে। বাচ্চা ছোট থেকে শেয়ারিং শিখবে, অন্য বাচ্চাদের সাথে কথা বলবে, খেলা করবে, বিভিন্ন এক্টিভিটি করবে এতে বাচ্চার এনার্জি খরচ হবে সে পেট ভরে খাবার খাবে, এতো এক্টিভিটিস করে ঘুম হবে ঠিক সময়ে।

অনেক অভিভাবক বাচ্চাদের স্পিচ ডিলের জন্য ডাক্তার এর কাছে যান। ডাক্তার ও সাজেস্ট করেন ডে-কেয়ার।

তাই আপনাদের জন্য আমাদের TINY DEN এর দরজা সবসময় খোলা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top